
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিনই বাড়ছে বায়ু দূষণ। সেই তালিকায় প্রায়ই শীর্ষে থাকে রাজধানী ঢাকাও। তবে বেশ কিছু দিন যাবৎ শহরে কারফিউ ও সপ্তাহিক ছুটি থাকায় ‘মাঝারি’ পর্যায়ে অবস্থায় রয়েছে ঢাকা।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ৯টায় একিউআই সূচকে ৫২ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ৫৮তম স্থানে আছে বাংলাদেশের জনবহুল এই রাজধানী।
এদিকে উগান্ডার কাম্পালা, ইন্দোনেশিয়ার মেদান ও জাকার্তা যথাক্রমে ১৬৯, ১৬৩ ও ১৫৮ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
একিউআই সূচক প্রতিদিনের বাতাসের মানের ভিত্তিতে তৈরি করা হয়। একটি শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত এবং কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেটি এই সূচকে তুলে ধরা হয়।
সাধারণত, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]