
রাজধানীর মেরুল বাড্ডায় লরির ধাক্কায় ফরিদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পেশায় তিনি নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।
২২ এপ্রিল, সোমবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা সকাল সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতেকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার নাতি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, আমার নানা মেরুল বাড্ডার ইউটার্ন ব্রিজের পাশে নাইট গার্ডের কাজ করতেন তিনি। আজ ফজরের নামাজের জন্য খাবার পানি সংগ্রহের জন্য রাস্তা পারাপারের সময় বেপরোয়া একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]