রাজধানীর পশ্চিম ভাষানটেকের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ লামিয়া (৬) নামে এক শিশু মারা গেছে। এ নিয়ে মৃত বেড়ে ৪।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) মারা যায়।
দগ্ধদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন নিহত লিটন ও সূর্য বানুর ২ সন্তান লিজা (১৮), ও সুজন (৮)।
উল্লেখ্য গত শুক্রবার ভোর চারটার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হন একই পরিবারের ৬ জন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়।
উক্ত বাড়ির কেয়ারটেকার মো. সিফাত জানিয়েছিলেন মশার কয়েল জ্বালাতে গেলে ঘরের মধ্যে জমে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মিরপুরের পচ্চিম ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছয়জন বার্ন ইনস্টিটিউটে এসেছিল। আজ সকালের দিকে লামিয়া নামে এক শিশু মারা যায়। তার শরীরে ৫৫ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে চিকিৎসাধীন তিন জনের অবস্থাও আশঙ্কাজনক। সূর্য বানুর শরীরের ৮২ শতাংশ, লিটনের ৬৭ শতাংশ. লামিয়ায় ৫৫ শতাংশ, মেহরুন্নেসার ৪৭ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ ও লিজার ৩০ শতাংশ দগ্ধ ছিল।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]