
রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন ।
রবিবার (১ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নি গেলে চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তিকে বেপরোয়া একটি প্রাইভেট কারের ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, নিহত বৃদ্ধের বাড়ি টাঙ্গাইল জেলায়। বতর্মানে কদমতলী জুরাইন এলাকায় একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]