
রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিকেল স্টাফ কোয়ার্টারে আমিনুর রহমান (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মধ্যরাত পৌনে চারটার দিকে মৃত ঘোষণা করেন।
আমিনুরের ভাই মো. মাইনুল ইসলাম জানান, আমার ভাই পড়াশোনার পাশাপাশি রাইড শেয়ারিং করত। গতরাতে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। পরে সে তার রুমে চলে যায়। এরপর দেখতে পাই সে রুমের সিলিং ফ্যানের রডের সঙ্গে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পুলিশকে খবর দিলে তাদের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করে। সে কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এই বিষয়ে আমরা কিছু বলতে পারি না।
তিনি আরও জানান, আমার বাবার নাম শামীম রহমান। আমাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কাঠালবাড়ি গ্রামে। এলিফ্যান্ট রোডে মেডিকেল স্টাফ কোয়ার্টারে আমরা ভাড়া থাকতাম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]