
রাজধানীর ফার্মগেট ও হাতিরপুল এলাকায় অবৈধ বেতার সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে বিটিআরসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিটিআরসি জানিয়েছে, রাজধানীর হাতিরপুলের বিক্রমপুর প্লাজা এবং ফার্মগেট এলাকায় কমিশনের এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের কারিগরি টিম ও র্যাব-৩ এর যৌথ অভিযানে চালানো হয়েছে। এ সময় অনুমোদনহীন ১৪টি নেটওয়ার্ক বুস্টার, ২৭টি আউটডোর ও ইনডোর অ্যান্টেনা এবং তিনটি এফএম ট্রান্সমিটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর সংশ্লিষ্ট ধারায় র্যাব মামলা দায়ের করেছে। পাশাপাশি পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
বিটিআরসি বলছে, অবৈধ নেটওয়ার্ক বুস্টার, জ্যামার, রিপিটার এবং ওয়াকিটকির বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিটিআরসির অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি কেনা-বেচা এবং ব্যবহার থেকে বিরত থাকার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে। অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ার দিয়েছে কমিশন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]