রাজধানীতে ফের সুড়ঙ্গ পথের সন্ধান!
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪
রাজধানীতে ফের সুড়ঙ্গ পথের সন্ধান!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মহাখালীতে নির্মিত প্রথম ফ্লাইওভারে আশ্চর্য একটি গোপন সুড়ঙ্গ পথের সন্ধান পাওয়া গেছে । যেখানে প্রবেশ করতে পারে ৭-৮ জন। যেকোন সময় এখান থেকে অনায়াসেই ঘটানো সম্ভব ছিনতাইসহ নানা অপরাধ। তবে এই সুড়ঙ্গ পথে চলে নানা অসামাজিক কার্যকলাপও।


ফ্লাইওভারের বাঁকের কাছেই সুড়ঙ্গটির অবস্থান। যেখানে পৌঁছালে কমাতে হয় গতি। তাই আগে থেকেই সুড়ঙ্গটিতে ওৎ পেতে থাকা ব্যক্তিরা গতি রোধ করে ঘটাতে পারে ছিনতাই কিংবা ডাকাতির মতো অপরাধ। এ পথ ব্যবহারকারীরা বলছেন, রাতের বেলায় অনেকটাই অনিরাপদ হয়ে যায় এই ফ্লাইওভার।


কয়েকজন পথচারীর সঙ্গে কথা হলে তারা জানায়, হঠাৎ করেই অনেকে সুড়ঙ্গ থেকে বের হয়ে আসে। অনেকেই পাগলের মতো ফ্লাইওভারে ঘুরাফেরা করে। আসলে তারা পাগল নয়, ছিনতাইকারী। গাড়ি ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।


ফ্লাইওভার কেন্দ্রিক নানা অপরাধের কথা স্বীকার করে পুলিশ বলছে, এমন সুড়ঙ্গ খোঁজা হচ্ছে ফ্লাইওভারগুলোতে, নেয়া হবে ব্যবস্থা।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. ফারুক হোসেন বলেন, ফ্লাইওভারের নিচে বসা যায় বা যেসব সুড়ঙ্গ পথ রয়েছে সেগুলো খুঁজে বের করে প্রতিবেদন দিতে ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে।


ফ্লাইওভারের ওপর ছিনতাইসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে নগরবাসী।


এর আগে গেল বছর মগবাজারফ্লাইওভারেও এমন একটি সুড়ঙ্গের সন্ধান মিলেছিল।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com