
রাজধানীর কদমতলীর মেরাজনগরের একটি সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে রাশেদা আক্তার চুমকি (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
২৩ জানুয়ারি, মঙ্গলবার গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) কামরুন নাহার জানান, গতরাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থল কদমতলী মেরাজনগর বি-ব্লকের বাসার ৭ তলার নিচতলার মেইন রোডের ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।
মৃতার স্বজন ও আশেপাশের লোকজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, মৃতা গৃহবধূ রাশেদা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন, অসুস্থ জনিত কারণে ৭ তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিবার্তা/বুলবুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]