
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীর শ্যামপুরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।
৩ জানুয়ারি, বুধবার দুপুরে শ্যামপুর থানার পোস্তগোলা, করিমুল্লাবাগ, জুরাইন কবরস্থান, মীরহাজীবাগ ও গেন্ডারিয়া এলাকার বিভিন্ন বিপনী কেন্দ্র, পথচারী এবং বাসা-বাড়িতে একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামপুর-কদমতলী থানার সমন্বয়ক আনম সাইফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় লিফলেট বিতরণকালে ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক স্বপন মুন্সি, সদস্য মো. রকি, মো. আব্দুল, আব্দুর রহমান, সুমন শেখ, জিয়া হওলাদার, মো. আলমগীরসহ শ্যামপুর থানা থানাধীন ৪৭, ৫১, ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
বিবার্তা/রুবেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]