
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস এলাকায় প্রাইভেট কারের চাপায় রুবিনা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের ভাই জাকির হোসেন সড়ক পরিবহন আইনে এই মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহ0বাগ থানার ওসি নুর মোহাম্মদ। তিনি বলেন, নিহত নারীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন৷ যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
মামলায় আসামি করা হয়েছে প্রাইভেট কারের চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চাকরিচ্যুত সহকারী অধ্যাপক আজহার জাফর শাহকে। তিনি ঘটনাস্থলে গণপিটুনি খেয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার বিকেলে দেবর নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে করে রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁও থেকে হাজারীবাগে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে ঢাবির চারুকলা অনুষদের বিপরীতে টিএসসি অভিমুখী সড়কে একটি প্রাইভেট কার পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নুরুল আমিন মোটরসাইকেলসহ এক পাশে ছিটকে পড়েন। রুবিনা গাড়ির নিচে চাপা পড়েন।
এ সময় গাড়ির বাম্পারে তার পোশাক আটকে যায়। চালক জাফর আটকে যাওয়া রুবিনাকে নিয়ে বেপরোয়া গতিতে টিএসসি হয়ে নীলক্ষেতের দিকে যান। পরে জনতা গাড়িটিকে থামিয়ে রুবিনাকে হাসপাতালে পাঠান। জাফরকে এসময় গণপিটুনি দেয়া হয়। তার গাড়িটিও ভাঙচুর করা হয়।
বিবার্তা/সাইদুল/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]