
রাজধানীর আসাদগেট এলাকার রাস্তায় একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে মালিক ও চালক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- প্রাইভেটকার চালক উজ্জ্বল কুমার (৩৫) এবং গাড়ির মালিক রুবেল দত্ত (৪৫)। তিনি একটি কোম্পানির মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছেন।
হাসপাতালে অবস্থানরত রুবেল দত্তের স্বজন নয়ন বিশ্বাস জানান, রুবেলের বাসা গ্রিন রোড এলাকায়। রাতে অফিস থেকে নিজের প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন তিনি। পথে আসাদগেটে তার গাড়িতে আগুন ধরে যায়। প্রথমে স্থানীয়রা তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
নয়ন বিশ্বাস বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।’
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, রুবেলের শরীরের ৬০ শতাংশ এবং উজ্জ্বলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]