
কেন্দ্রীয় শহিদ মিনারে জলবায়ু পরিবর্তন রোধ ও সাইকেলের ব্যবহার প্রসারে রাষ্টীয় সুবিধা বৃদ্ধির দাবিতে বর্ণাঢ্য সাইকেল র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাইক্লিস্টরা নাগরিক সুস্বাস্থ্য, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন রোধ বিষয়ক সাইকেল নেটওয়ার্ক তৈরির দাবি জানান।
গ্রীণ মুভমেন্ট লিমিটেড, গ্রীণ পেইজ এবং বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদসহ দেশের জাতীয় ভিত্তিক সমমনা সংগঠনের নেতা-কর্মীর উপস্থিতির মধ্য দিয়ে নাগরিক সচেতনতা তৈরিতে বর্ণাঢ্য সাইকেল র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রীণ মুভমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যাস্থাপনা পরিচালক মিসেস ফাতেমা জিন্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান লাকী ইনাম।
তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে সাইকেল র্যালি উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং গ্রীণ পেইজ এর অবৈতনিক ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী ও পরিবেশবিদ মো. মাহফুজুর রহমান। পরিবেশ নিয়ে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম. হেলাল, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. আমিনুল ইসলাম টুববুস, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, লেখক ও গবেষক আর.কিভিস্ট, আল আমিন বিন হাসিম, ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সভাপতি মো. তাহাজ্জত হোসেন, ব্রেইন এন্ড লাইফ হসপিটালের ব্যাস্হাপক ফকরুল হোসেন, ফ্যামেলি সাইক্লিস্টের সভাপতি, বিশিষ্ট নৃত্য শিল্পী ও অভিনেত্রী নাহার কনা, ঢাকা সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন।
উপস্থিত ছিলেন বিডি ক্লিকের অন্যতম নারী নেত্রী সাইক্লিস্ট সাওন, লেখক টুরিস্ট রফিকুল ইসলাম, বিডি ক্লিক এর উপদেষ্টা মো. মুসা ও সমন্বয়কারী নাজনীন নুর, এম. রহমান প্রমুখ।
সাইকেল র্যালিতে তিন শত সাইকেলিস্ট অংশগ্রহণ করেন, রংবেরঙের বেলুন, টি শার্ট পরে কেন্দ্রীয় শহিদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমী, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ করেন। পরিবেশের জন্য যারা কাজ করে আসছে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় ।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]