
রাজধানীর পল্টন থানাধীন রাজারবাগ মোড়ে গাড়ির ধাক্কায় জামান (৩৭) নামে যুবক নিহত হয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) দিনগত রাত পৌনে ৩টায় এ ঘটনা ঘটে। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার রাত ৪টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।
পেশায় ভ্যানচালক নিহত জামান শাহজাহানপুর পুরাতন রেলওয়ে কলোনির বাসিন্দা ছিলেন। খেলা দেখে হেঁটে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
অন্যদিকে মুন্সীগঞ্জে ট্রাক ও বাসের পাল্লাপাল্লিতে এক তরুণীর মৃত্যু হয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক (এস আই) মেহেদী হাসান বিবার্তাকে বলেন, রাতে আমি টহলে ছিলাম। লোকমারফত খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
তিনি আরও বলেন,গভীর রাত হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি। তবে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
অপরদিকে মুন্সীগঞ্জে ট্রাক বাসের পাল্লাপাল্লিতে এক যুবতীর মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জের ভবেরচর হাইওয়ে মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাস ট্রাকের মাঝে পড়ে লিমা বেগম (২০) নামে ওই তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই তরুণীকে নিয়ে আসা তার বোন সুমি আক্তার বিবার্তাকে বলেন, আমার বোন ভবেরচরের শিনোবাংলা নামে একটি গার্মেন্টসের কর্মী ছিল। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ট্রাক ও বাসের পাল্লাপাল্লিতে দুই গাড়ির মাঝে পড়ে মুখমণ্ডলসহ তার সারা শরীর থেতলে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুরিয়ার পার গ্রামে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, মুন্সিগঞ্জ থেকে এক পোশাক শ্রমিককে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]