
রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের ছয় তলায় কাজ করার সময় নিচে পড়ে শ্রী সুমন রায় (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দুপুর ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমন রায়কে মৃত ঘোষণা করেন।
মৃত সুমন রায়ের গ্রামের বাড়ি নীলফামারীর জলডাঙ্গায়। তিনি ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। তিনি কনস্ট্রাকশনের সিনিয়র রডমিস্ত্রি ছিলেন।
সুমনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলম হোসেন বিবার্তাকে বলেন, আজ সকালে রামপুরা বউবাজারের কুন্জবন কনস্ট্রাকশন এর একটি নির্মাণাধীন ভবনের ছয় তলার ছাদে সেন্টারিং এর কাজ করার সময় অসাবধানতাবশত নিচতলায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]