
রাজধানীর চকবাজারের কেবি রায়লেনের একটি ভবনের পঞ্চম তলা থেকে তামান্না আক্তার (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে তামান্নাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কত্যব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৃত তামান্না আক্তার বরগুনা সদর দুদিগাও গ্রামের ফারুক হোসেনের কন্যা। এক ভাই এক বোন সে ছিল বড়। বর্তমানে চকবাজার কেবি রায়লেন ৩/এ মালা শাড়ি বিল্ডিং এর পঞ্চম তলায় পরিবারের সাথেই থাকতেন।
মৃতের মামা মোহাম্মদ মিরাজ মিয়া বিবার্তাকে বলেন, আমি মিরপুর বাসায় থাকি সেখান থেকে খবর পেয়ে সরাসরি চকবাজার মালা শাড়ি বিল্ডিং এ এসে দেখি আমার ভাগ্নি তামান্না খাটে শোয়া অবস্থায়। কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। যেটুকু জানি নিহত তামান্নার বাবা চরমোনাই মাহফিলে গেছেন। আমার ভাগ্নি কামরাঙ্গীরচর কওমি মাদ্রাসার লেখাপড়া করত।
চকবাজার থানার এসআই মো: শাহনেওয়াজ বিবার্তাকে বলেন, খবর পেয়ে চকবাজার থানাধীন কে বি রায়লেন এর মালা শাড়ি বিল্ডিং এর পঞ্চম তলার একটি কক্ষ থেকে খাটের উপর সোয়ানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পাই। গলায় কালো চিকন দাগ চিহ্ন রয়েছে। মৃত্যুর বিষয়টি রহস্য জনক বলে মনে হচ্ছে। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]