
রাজধানীর খিলখেত ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞতা নামা ( ৩৫ ) এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১২ নভেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পোনে ১০ টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফ বিবার্তাকে বলেন, রাত ৭ টার দিকে খিলক্ষেত বিশ্বরোড ৩০০ ফিট একে খান একাডেমির সামনে রাস্তা পারাপার সময় একটি দ্রুতগামী মোটরবাইকের ধাক্কা ওই যুবক রাস্তার উপর ছিটকে পড়ে। এবং মোটর বাইকের চালক সহ দুজন রাস্তার উপরে পড়ে যায় পরে আমরা তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে অজ্ঞাতনামা যুবককে ঢাকা মেডিকেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
খিলখেত থানার এসআই নাজমুল হুদা বিবার্তাকে বলেন, এ দুর্ঘটনায় আহত মোটরবাইকের চালকসহ দুইজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]