
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নামা (১৩) এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২ নভেম্বর) বিকেলে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় শিশুটি রেললাইনের পাশে বসে প্রস্রাব করছিল বলে জানা গেছে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করে বিবার্তাকে বলেন, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানে রেললাইনের পাশে বসে শিশুটি প্রস্রাব করছিল। এমন সময় কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরও বলেন, নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাতে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]