
রাজধানীর দক্ষিণখান কসাইবাজার এলাকায় একটি খাবারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৫ জন ভর্তি রয়েছেন।
সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধরা হলেন- গৃহিণী মারিয়া আক্তার (২০), নবীন হোসেন (৩০), মামুনুর রশিদ (৩৬), ২২ শতাংশ দগ্ধ, শান্ত (১৮), মুজিবুর রহমান (৫২) ও মোক্তার হোসেন (৩৬)। দগ্ধদের মধ্যে মারিয়া আক্তার ২৫ শতাংশ, নবীন ৩৫ শতাংশ, মামুনুর রশিদ ২২ শতাংশ, শান্ত ২০ শতাংশ, মুজিবুর রহমান ২৫ শতাংশ ও মোক্তার হোসেন ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন।
এদের মধ্যে মামুনুর রশিদ দোকান কর্মচারী ছিলেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আলিনুর বিবার্তাকে বলেন, তার ছোট ভাইয়ের স্ত্রী মারিয়া এবং খালাতো ভাই নবীন। তারা থাকেন কসাইবাজার একটি কলোনিতে। বিকেলে মারিয়া ও নবীন কসাইবাজার এলাকায় একটি আবাসিক হোটেলের পাশে চা পুরির দোকানে গিয়েছিল আলুর চপ, বেগুনি কিনতে। ওই সময় সেখানে সিলিন্ডার বিস্ফোরণ হয়। তখন আমারা খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
দগ্ধ মামুনুর রশিদের বড় ভাই মো. হানিফ জানান, ওই এলাকাতেই একটি দোকানে চাকরি করেন মামুন। বিকেলে দোকানটিতে চা পুরি আনতে গিয়েছিলেন তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরি বিভাগের (ইমারজেন্সি) চিকিৎসক বিবার্তাকে বলেন, দক্ষিণখান থেকে সিলিন্ডার বিস্ফোরণে ছয় জন পেশেন্ট বার্ন ইউনিটে এসেছে এই মুহূর্তে কিছু বলা যাবে না। পাঁচজনকে ভর্তি দিয়েছি একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। তবে কেউ শঙ্কামুক্ত নয়।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]