
রাজধানীর শ্যামপুরের একটি বাসায় সৎ বাবার চর-থাপ্পর খেয়ে আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাকে দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সৎ বাবা রাজু মিয়াকে (২৬) আটক করেছে কদমতলী থানা পুলিশ।
কদমতলী থানার এসআই অনিক গোঁপ বিবার্তাকে বলেন, বিকেলে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শ্যামপুর কফি মসজিদের পাশে টিনশেড বাসায় পিতার নির্যাতনে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে ওই বাসায় গিয়ে শিশুর মৃতদেহ দেখতে পাই।
তিনি আরও বলেন, শিশুটির মা কলি বেগম জানান, শিশু আব্দুল্লাহর সৎ বাবা রাজু ভোর ৬টার দিকে শিশুটিকে মারধর করে। থাপ্পড় মেরে খাট থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে শিশুটি মারা যায়। ভয়ে কাউকে কিছু না জানিয়ে বাজার থেকে কাফনের কাপড় এনে শিশুটিকে দাফনের চেষ্টা করেন।
এসআই অনিক বলেন, খবর পেয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করি। সৎ বাবা রাজু মিয়াকে আটক করা হয়েছে। শিশুটির মুখমণ্ডলের কয়েক জায়গায় নীল ফোলা জখম রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি বলেন, আব্দুল্লার আসল বাবা রুবেল অন্যত্রে বিয়ে করে চলে যায়। দুই বছর আগে রাজুকে বিয়ে করেন আব্দুল্লাহর মা কলি বেগম।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]