
রাজধানীর কামরাঙ্গীরচরের হাজী ভাওয়াল কলেজের সামনে মোবাইল ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছুরিকাঘাতে মো. জীবন (২০) নামের এক তরুণ নিহত হয়।
শনিবার (২৫ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুন) দিনগত রাত ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। শনিবার সকাল সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় একজন এখনো চিকিৎসাধীন ও অপর একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
নিহতের বাবা আব্দুল হান্নান বিবার্তাকে বলেন, আমার ছেলে মৌলভীবাজার একটি কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করে। শুক্রবার কারখানা বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এসময় এলাকার বাবুসহ আরো কয়েক জন মিলে আমার ছেলের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে ওদের বন্ধুসহ সবাই বাধা দিলে তিনজনকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানায়। রাজধানীর কামরাঙ্গীরচর আলিনগর এলাকায় পরিবার নিয়ে থাকি। নিহত জীবন তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, কামরাঙ্গীরচর এলাকা থেকে তিনজন কিশোর ছুরিকাঘাতে আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এই ঘটনায় রাফি নামের এক কিশোর ভর্তি রয়েছে ও বিজয়কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বিসি/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]