
রাজধানীর মুগদায় একটি বাসার ছয়তলা ভবন থেকে ফারিয়া আক্তার রিয়া (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(২৪ জুন) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় এলাকায়।
মুগদা থানার এসআই মোছা. ফেরদৌসী আক্তার বিবার্তাকে বলেন, আমরা খবর পেয়ে দক্ষিণ মুগদা ১/৮ খ-২ নম্বর বাসার ছয়তলা থেকে ফারিয়া আক্তার রিয়া নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার এসআই আরো বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন-নিহত কিশোরীর ৬ মাস আগে বিয়ে হয়। অসুস্থতা জনিত কারণে ঢাকায় তার এক আত্মীয়ের বাসায় আসে চিকিৎসার জন্য। রাতে মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা হয়। এতে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কি কারণে সে গলায় ফাঁসি দিয়েছে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিবার্তা/বিসি/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]