
রাজধানীর উত্তরায় বাসায় এসি লাগানোর সময় পাঁচতলা থেকে পড়ে মো. ইমরান হোসেন(১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৬ মে)বেলা দুইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইমরান হোসেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার জিকরকাঠি গ্রামের মো. সোলেমানের ছেলে।
নিহতের ভগ্নীপতি মাহবুবুর রহমান বিবার্তাকে বলেন, ইমরান দুপুর দুইটার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর বাসার ৫ তলায় এসি মেরামত করার সময় নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন, পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিবার্তাকে বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]