
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি স্বর্ণসহ মো. আব্দুল আজিজ আকন্দ নামের বিমানের এক কর্মীকে আটক করা হয়েছে। তিনি বিমানের ক্যাটারিং সার্ভিসে কাজ করেন। বুধবার (২৫ মে) রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল তাকে আটক করে।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল আজিজ আকন্দের শার্ট, প্যান্টসহ শরীরের বিভিন্ন জায়গা থেকে প্রায় আট কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে; যার বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।
সানোয়ারুল কবির আরো জানান, দুবাই ফেরত একটি বিমানের মাধ্যমে স্বর্ণগুলো বাংলাদেশে আসে। আব্দুল আজিজের মাধ্যমে স্বর্ণগুলো পাচার হওয়ার কথা ছিলো। তার বিরুদ্ধে মামলা করা হবে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]