
রাজধানীর সেগুনবাগিচায় মো. নজরুল ইসলাম ভূঁইয়া (৪৭) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই কাউছার বলেন, আমরা খবর পেয়ে ঘরের দরজার ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।
তিনি আরও বলেন, তিনি একজন যুব উন্নয়ন ট্রেইনার। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ব্যবসা খারাপ চলার হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিবার্তা/খলিল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]