শিরোনাম
‘কাউন্সিলররা অপকর্মে জড়ালে অবশ্যই শাস্তি পেতে হবে’
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৯, ১৯:০৪
‘কাউন্সিলররা অপকর্মে জড়ালে অবশ্যই শাস্তি পেতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটির কোনো কাউন্সিলর অপকর্মে জড়িয়ে পড়লে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।


শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর তিতুমীর কলেজে কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।


আতিকুল ইসলাম বলেন, আমি চাঁদা নেই না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয়ও দেই না। তাই কাউন্সিলরদের অপকর্মের দায় তাদের নিজেদেরই নিতে হবে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকে কোনো প্রশ্রয় দেয়া হবে না। ফুটপাত দখলকারী ও চাঁদা আদায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।


ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, এ কে এম রহমতুল্লাহ, ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন প্রমুখ।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com