শিরোনাম
সদরঘাটের প্রবেশ ফি বেড়ে দ্বিগুণ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৫
সদরঘাটের প্রবেশ ফি বেড়ে দ্বিগুণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান নদীবন্দর ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালসহ দেশের সব নদীবন্দরের প্রবেশ ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। যা মঙ্গলবার (১ অক্টোবর) থেকে কার্যকর হবে।


সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা নদীবন্দরের যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শুধু ঢাকা নদীবন্দর নয়, বাংলাদেশের সব নদীবন্দরের প্রবেশ ফি ৫ টাকা থেকে বৃদ্ধি করে ১০ টাকা করা হয়েছে। সরকারের তরফ থেকে আমাদের সিদ্ধান্ত জানানোর পর আগামীকাল থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। অর্থাৎ মঙ্গলবার থেকে সব যাত্রীকে অবশ্যই ১০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ এবং তা প্রদর্শন করে টার্মিনালে প্রবেশ করতে হবে।


নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ১০ টাকার মধ্যে ২ টাকা যাত্রীদের কল্যাণে ব্যয় করা হবে।


বিআইডব্লিটিএ অতিরিক্ত শুল্ক হার নির্ধারণ করে জানিয়েছে, প্রতিবার প্রতিজনকে ১০ টাকা ফি দিয়ে কাউন্টারে টিকিট কেটে টার্মিনালে প্রবেশ করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রবেশ ফি পুনর্নির্ধারিত করা হয় বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ।


জানা যায়, সর্বশেষ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকেই টার্মিনালের প্রবেশ ফি, কুলি হয়রানি কমানো ও সদরঘাটের সার্বিক পরিস্থিতি উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ বৈঠকে টিকিটের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়। যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com