শিরোনাম
বিমান থেকে নামিয়ে আনা হলো ক্যাসিনোর ‘মূল হোতাকে’
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০০
বিমান থেকে নামিয়ে আনা হলো ক্যাসিনোর ‘মূল হোতাকে’
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনলাইনে কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধান নামে ওই যাত্রীকে আটক করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। আটক সেলিমের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।


বিমান সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়। আটক সেলিম প্রধানের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি অনলাইন ক্যাসিনো/জুয়ার সঙ্গে জড়িত। তিনি অনলাইনে ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন।
ওই ব্যক্তিকে জিজ্ঞাসাদের পর বিস্তারিত জানানো হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com