শিরোনাম
শাহজালালে অর্ধকোটি টাকার স্বর্ণ-মোবাইলসহ আটক ১
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪২
শাহজালালে অর্ধকোটি টাকার স্বর্ণ-মোবাইলসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণ ও মোবাইলসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।


ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি রাখেন।


শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাসকাট থেকে আগত বিএস৩২২ ফ্লাইটের যাত্রী মোতালেব হোসেন গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তার পরিহিত স্যান্ডেলের মধ্যে অভিনব কায়দায় লুকানো ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬৯৮ গ্রাম। স্বর্ণসহ আটক যাত্রীকে পুলিশে সোপর্দপূর্বক কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


অন্যদিকে বিকেল ৩টার দিকে কলকাতা হতে আগত এসজি৭৬ ফ্লাইটে সিরাজুল ইসলাম নামে যাত্রীর লাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়।


আটককৃত স্বর্ণ ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com