শিরোনাম
দুদক পরিচালকের স্ত্রীর গায়ে আগুন দেয়ার কারণ জানালো পুলিশ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৫
দুদক পরিচালকের স্ত্রীর গায়ে আগুন দেয়ার কারণ জানালো পুলিশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী তানিয়া দগ্ধ হয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিএমএইচ-এ মারা গেছেন।


পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল গণমাধ্যমকে জানান, তানিয়া ইশরাত মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। এ নিয়ে তানিয়া ইশরাতের পরিবারের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।


প্রসঙ্গত, মোহাম্মদ ইউসুফ শাহজালাল বিমানবন্দরের অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে আলোচনায় আসেন। এরপর তাকে দুদক পরিচালক করা হয়।


এছাড়া সিলেট কারাগারের সাবেক ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরুর পর তার বাসার অভিযানেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ওই অভিযানে পার্থের বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।


বিবার্তা/আবদাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com