
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় সুজু মিয়া নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ (গোগত) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজু মিয়া নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের সাহেদ মিয়ার ছেলে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থাকা উপ-পরিদর্শক এসআই সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি প্রাইভেটকার সরাইল উপজেলার ইসলামাবাদ ব্রিজের উপর ওভারটেক করতে গিয়ে সজোরে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৩ জন সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সুজু মিয়া নামে একজন মারা যায়। এ দুর্ঘটনার পর পর প্রাইভেট কারটি পালিয়ে যায়।
বিবার্তা/নিয়ামুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]