শিরোনাম
গাইবান্ধায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ১২ রোগী হাসপাতালে
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৫:৪৯
গাইবান্ধায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ১২ রোগী হাসপাতালে
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধায় ডেঙ্গু রোগের প্রকোপ অব্যাহত রয়েছে। নতুন করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে আরো ১২ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত গাইবান্ধায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৯ জন।


গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো.মাহাফুজার রহমান বলেন, স্থানীয় পর্যায়ে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন নতুন ১২ জনসহ সকল ডেঙ্গু রোগীই সম্প্রতি ঢাকা থেকে ঘুরে এসেছেন এবং সেখান থেকেই তারা ডেঙ্গুর জীবাণু বহন করে গাইবান্ধায় এসে অসুস্থ হয়ে পড়েছেন।


গাইবান্ধায় এডিস মশার অস্তিত্ব নেই বলে জানিয়ে গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির বলেন, আমরা এখানে এডিস মশার অস্তিত্ব খুঁজে পাইনি। তারপরও ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধিতে শহরে মাইকিং করা হচ্ছে। শহরের বিভিন্ন রাস্তা-ঘাট, নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান আছে।


এদিকে ডেঙ্গু আতঙ্কে সামান্য জ্বর ও টাইফয়েডে আক্রান্ত রোগীরাও হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে রোগীর চাপ অনেক বৃদ্ধি পেয়েছে।


বিবার্তা/রুবেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com