শিরোনাম
সিরাজগঞ্জের ২২শ হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল বিতরণ
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ১১:৫২
সিরাজগঞ্জের ২২শ হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন নাগাদ পূর্নীমাগঁতী ইউনিয়ন পরিষদের এই চাল বিতরণ করা হয়। পূর্নীমাগাঁতী ইউনিয়নের ভিজিএফ কার্ডধারী ২২শ হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।


ঈদুল আযহাকে সামনে রেখে উপজেলার একটি পৌরসভা ১৪টি ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে এই চাল বিতরণ করা হচ্ছে।


পূর্নীমাগাঁতী ইউপি পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ ক্ষুধা ও হতদরিদ্র মুক্ত হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে এমপি তানভীর ইমামের সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে ভিজিএফ এই চাল সুষ্ঠুভাবে বিতরণ করতে পেরে আমি অনেক আনন্দিত।


এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, ইউপি সদস্য আলী হোসেন, আউয়াল হোসেন, সারোয়ার হোসেন, সফিউল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মমিন ভূঁইয়াসহ প্রমুখ।


বিবার্তা/রিয়াদ/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com