শিরোনাম
খুলনায় চার প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ২১:৪৩
খুলনায় চার প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পাটজাত মোড়কের ব্যবহার না করার দায়ে চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (৬ আগস্ট) খুলনা মহানগরীতে এ অভিযান পরিচালনা করা হয়।


এসময় বরিশাল বেকারিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় ৩০ হাজার টাকা এবং বেকারি শেখ ফুডস'কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় বড় বাজারে ২টি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।



অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মো. রাকিবুল হাসান। আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিএসটিআই, খুলনা এবং পাঠ অধিদফতর, খুলনা এ অভিযানে অংশ নেয়।


এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও রাখার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুন্দর খুলনা তথা দেশ গড়তে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/রেজাউল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com