শিরোনাম
খুলনায় ডেঙ্গু আতঙ্ক, হাসপাতালে কিট সংকট
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ১৭:১৪
খুলনায় ডেঙ্গু আতঙ্ক, হাসপাতালে কিট সংকট
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে।জ্বর হলেই ডেঙ্গু আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ|কিন্তু এই ডেঙ্গু শনাক্তের জন্য যে কিট এনএসওয়ান স্ট্রিপ দরকার তা খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবাহ করা হয় না|যার ফলে ডেঙ্গু আতঙ্ক ভুগছে জনসাধারণ|


গত ৪ আগস্ট রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের বাবুল শেখের পুত্র, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মনজুর শেখ (১৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়| এরপর থেকেই উপজেলার ৫টি ইউনিয়নের সর্বত্র ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে|


মঙ্গলবার (৬ আগস্ট) রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানাযায়, ডেঙ্গু আতঙ্ক নিয়ে প্রতিদিন আসছে রোগীরা|কিন্তু হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা ব্যবস্থ্য না থাকায়|আক্রান্ত রোগীদেরকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়া হচ্ছে|একই অবস্থা খুলনার ৯টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে|


স্থানীয় জিয়া জানান, প্রায় ১ মাস যাবৎ রূপসায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি না থাকায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান একে বারের হয়নি|স্থানীয় জনসাধারণ অতি সত্বর উপজেলাতে নির্বাহী কর্মকর্তাকে পোস্টিং দেয়ার জন্য আহব্বান জানিয়েছে।


এ ব্যাপারে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তারেক-উর-রহমান বলেন, হাসপাতাল টিতে ডেঙ্গু রোগী শনাক্ত করার কিট সরবারহ করা হয় না।যদি কখন এমন রোগী আসে।তাহলে সাথে সাথে আমরা তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি।ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে মানুষ যেন আতঙ্কিত না হয় সেজন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com