শিরোনাম
নাটোরে ভুলে ভরা প্রাথমিকের প্রশ্ন
প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ১৩:০২
নাটোরে ভুলে ভরা প্রাথমিকের প্রশ্ন
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের লালপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ইংরেজি প্রশ্ন ভুলে ভরা। আর এই প্রশ্ন দিয়েই পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। এতে বিড়ম্বনায় পড়ে শিক্ষক শিক্ষিকারা।


প্রশ্ন প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা পরিচালনা কমিটির অবহেলার কারণেই এই ভূল হয়েছে প্রশ্নে।


উপজেলার বরমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক নেতা আব্দুল মোমিন শাহিনসহ একাধিক শিক্ষক জানান, বৃহস্পতিবার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের ইংরেজি পরীক্ষায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষার প্রশ্ন পত্রে প্রশ্ন না থাকাসহ নানা ধরনের ভুল রয়েছে।



দিনের প্রথমার্ধে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার মোট সাতটি প্রশ্ন আছে যার মধ্যে তিনটিতে ভুল দেখা যায়। ভুল গুলো হলো এক নম্বর প্রশ্নের সি নম্বরে ভুল রয়েছে, তিন নম্বরে কোন প্রশ্নই দেয়া নেই এবং ৬ নম্বর প্রশ্নের যায়গায় ৯ নম্বর লেখা হয়েছে।


এছাড়া ৪র্থ শ্রেণীর ১০ নম্বরে কোনো প্রশ্ন নেই আবার তৃতীয় শ্রেণীর প্রশ্ন পত্রেও ভুল রয়েছে।


করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ নিউটন প্রশ্নে ভুলের কথা স্বীকার করে জানান, কচি ছেলে-মেয়েদের পরীক্ষার প্রশ্নে ভুল থাকাটা গ্রহণযোগ্য নয়, প্রশ্নে ভুলের ব্যাপারে এটিওকে জানিয়েছি।


এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, প্রশ্নে ভুল থাকাটা দুঃখজনক, এতে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয়। প্রশ্ন প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা পরিচালনার জন্য এটিও এর নেতৃত্বে একটি কমিটি রয়েছে। তারা প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করে থাকে। আগামীতে এমন ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।


বিবার্তা/জাহিদ/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com