শিরোনাম
নাটোরে ডেঙ্গু সেল পরিদর্শনে জেলা প্রশাসক
প্রকাশ : ০১ আগস্ট ২০১৯, ১২:৩৪
নাটোরে ডেঙ্গু সেল পরিদর্শনে জেলা প্রশাসক
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু সেল খোলা হয়েছে মঙ্গলবার। এরপর থেকে ডেঙ্গু রোগী শনাক্তের কাজ চলছে। এ পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।


বুধবার (৩১ জুলাই) নাটোর সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।


সকাল থেকেই সদর হাসপাতালে ডেঙ্গু সেলের সামনে ভিড় করতে থাকেন আতঙ্কিত মানুষ। এদের মধ্যে রক্ত পরীক্ষা করে ৩ নারী ও পুরুষের শরীরে ডেঙ্গু শনাক্ত করেন চিকিৎসকরা।


এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত এক নারীকে ভর্তি করা হয়েছে নাটোর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে। নাটোরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এখন পর্যন্ত আক্রান্ত ১১ রোগী শনাক্ত করা হয়েছে।


আক্রান্ত সব রোগীই ঢাকা থেকে এসেছেন বলে জানান নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রবিউল আওয়াল।



বিবার্তা/শুভ/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com