শিরোনাম
সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ৩১ জুলাই ২০১৯, ১১:৪৮
সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের আক্কেলপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিন শ্রমিক।


বুধবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার জাফরপুর ইন্দুপাড়া এলাকায় ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


তিনি জানান, সকালে উপজেলার চাপরপুর ইন্দুপাড়া এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়।


ওসি জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে। এরপর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।আহত তিনজনের মধ্যে দুইজনকে নওগাাঁ সদর হাসপাতালে ও একজনকে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানান, হিন্দুপাড়ার নিখিল চন্দ্রের বাড়িতে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে যান শ্রমিকরা। প্রথমে সেফটিক ট্যাংকে দুই শ্রমিক নেমে অসুস্থ হয়ে পড়েন।


এরপর তাদের উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন আরোসাতজন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com