শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে লিফলেট বিতরণ
প্রকাশ : ৩০ জুলাই ২০১৯, ২২:৫৪
ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে লিফলেট বিতরণ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশে চলমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ক র‌্যালি ও লিফলেট বিতরণ করেছে নরসিংদী জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে র‌্যালিটি সার্কিট হাউজ গিয়ে শেষ হয়।


নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে র‌্যালিতে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পরে ভেলানগর জেলখানা মোড় এলাকায় বিভিন্ন দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক। লিফলেটে ডেঙ্গু চেনার উপায়, ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় ও করনীয় বিষয়ে বিভিন্ন লেখা রয়েছে। এসময় প্রধান অতিথি পথচারীদের সাথে কথা বলে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার জন্য আহবান জানান।


এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক ড. এ টি এম মাহবুব উল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়াসহ স্কুল কলেজর শিক্ষার্থী।


বিবার্তা/রাসেল/বিবার্তা


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com