শিরোনাম
কুষ্টিয়ায় ১৮ দিন পর গৃহবধূর মাথা উদ্ধার, গ্রেফতার ১
প্রকাশ : ৩০ জুলাই ২০১৯, ১৯:৫৫
কুষ্টিয়ায় ১৮ দিন পর গৃহবধূর মাথা উদ্ধার, গ্রেফতার ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ দিন পর আখের ক্ষেত থেকে খণ্ডিত মাথা উদ্ধার।


সোমবার রাতে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নেহেরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।


নেহেরুলের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার গোপীনাথপুর মেথরপাড়ার একটি আখের ক্ষেত থেকে নিহত নাছিমা বেগমের খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।


কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।


তিনি জানান, নিহত নাছিমার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল নেহেরুলের। তাদের মধ্যে অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই নাছিমাকে মাথা কেটে হত্যা করে নেহেরুল ও তার সহযোগীরা। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


গত ১২ জুলাই রাতে দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মবিদুল ড্রাইভারের স্ত্রী নাছিমাকে অপহরণ করে মাথা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার একটি আখ ক্ষেতে দেহ ফেলে রাখে।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com