শিরোনাম
সিংড়ায় জমে উঠেছে গরুর হাট
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১৭:৩২
সিংড়ায় জমে উঠেছে গরুর হাট
সিংড়া(নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় জমে উঠেছে গরুর হাট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে।


জানা যায়, সিংড়া পৌরসভার ফেরিঘাট এলাকায় প্রতি সোমবার গরুর হাট বসে। সোমবার ভোর হতেই বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা-বিক্রেতা আসতে থাকে। সকাল ১০টা বাজরে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


সিংড়া ফেরিঘাট এলাকায় গরুর হাটে আসা গুরুদাসপুরের মানিক বলেন, আমি একটি গরু নিয়ে আসছি। গরুটির নাম ভোলা।দাম উঠেছে দুই লাখ টাকা। তবে দুই লাখ ৩০ হাজার টাকা হলে ভোলাকে বিক্রি করবেন বলে জানান তিনি।


বিভিন্ন জায়গা থেকে আসা গরুর বিক্রেতারা জানান, সিংড়া গরুর হাট অনেক বড়, এখানে কোন দালাল নাই, নাই কোন ছিনতাইকারী। নির্বিঘ্নে গরু ক্রয়-বিক্রয় করছে সবাই। তবে জায়গা সঙ্কট হওয়ায় আশেপাশের এলাকায় ক্রয় বিক্রয় চলছে। এদিকে ঈদ উপলক্ষে ১০ আগস্ট শনিবার গরুর হাট বসবে বলে হাট কর্তৃপক্ষ জানান।


সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, গরুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি নাই, কোনো ধরনের অপরাধ নাই। কারো দালালের খপ্পরে পড়ার সুযোগ নাই। নির্বিঘ্নে ক্রয় বিক্রয় করতে পারছেন। জনসাধারণের নিরাপত্তার জন্য হাট কর্তৃপক্ষ সজাগ রয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/রাজু/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com