শিরোনাম
লালমনিরহাট গুজবরোধে পুলিশের প্রচারণা!
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১৬:৪৭
লালমনিরহাট গুজবরোধে পুলিশের প্রচারণা!
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য লালমনিরহাট পুলিশ সুপারের নির্দেশে আদিতমারী উপজেলা জুড়ে মাইকিং, লিফলেট বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পুলিশের প্রচারণা।


কয়েকদিন ধরে সকাল থেকে আদিতমারী থানার পুলিশ জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে দিনভর উপজেলার বিভিন্ন হাট-বাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও জনবহুল স্থানে গিয়ে গুজব ঠেকাতে প্রচারণা চালাচ্ছেন তারা।


আবার উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রচারণা। সেই সাথে কমিউনিটি পুলিশিং ইউনিট ও গ্রাম্য পুলিশের পক্ষ থেকে সচেতেনতা মূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে।


জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। গুজবের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে বিদ্যালয়ে দিন কাটাচ্ছেন।


আদিতমারী কেবি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বলেন, ছেলেধরা গুজব থেকে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে নানা উদ্দ্যেগ গ্রহণ করেছেন।


আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রচারণা।


তিনি আরো বলেন, কাউকে সন্দেহ হলে তাকে পিটুনি না দিয়ে পুলিশকে অবগত করার জন্য বলা হয়েছে।


বিবার্তা/জিন্না/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com