শিরোনাম
সরকার দেশে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে: খাদ্যমন্ত্রী
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১৬:২৬
সরকার দেশে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে: খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনায় দেশে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে।


সোমবার বেলা ১১টায় নওগাঁয় ১৬ বিজিবির তত্বাবধানে পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলের চলতি ২০১৯ শিক্ষাবর্ষে এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে বইসহ উপবৃত্তি দেয়া হচ্ছে। নতুন নতুন কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। এখন কেবলমাত্র শিক্ষার্থীদের সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীদিনের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।


১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তুহিন মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম।


উক্ত অনুষ্ঠানে এসএসসি ৪০জন, জেএসসি ৫৪জন এবং পিইসি পরীক্ষায় ৪০জনসহ মোট ১৬৯জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।


বিবার্তা/বেলাল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com