শিরোনাম
মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত সাতজন
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১১:১৪
মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত সাতজন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জে গত এক সপ্তাহে সাতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।


মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। একজন সুস্থ্ হয়ে বাড়ি ফিরে এসেছেন। রবিবার (২৮ জুলাই) পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন চারজন। আক্রান্তদের সবার বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়।


মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন জানান, ২০ জুলাই প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। এরপর ২৪ জুলাই থেকে সোমবার (২৯ জুলাই) পর্যন্ত ভর্তি হয়েছেন ছয়জন ডেঙ্গু আক্রান্ত।


তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একজন সুস্থ্ হয়ে বাড়ি ফিরে যান। বর্তমানে চারজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।


সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ছাড়া জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী নেই।


জেলার সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু শনাক্তকরণের ব্যবস্থা নেই। তবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তরা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে নিশ্চিত হন।


বিবার্তা/মুন্না/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com