শিরোনাম
সাভারে শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১০:২৭
সাভারে শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার অদূরে সাভারে শিশুসহ বিভিন্ন বয়সী শতাধিকের ওপরে রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা চিকিৎিসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


এদের মধ্যে হাজেরা নামের ১০ বছরের এক শিশু ও জুয়েল মাহমুদ নয়ন (৩৩) নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিই) ভর্তি করা হয়েছে।


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কয়েক দিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে পঞ্চাশজনেরও বেশি রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।


এছাড়া সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ল্যাবজোন হাসপাতাল ও জামাল ক্লিনিকে অর্ধশতাধিকের ওপরে রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।


এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইর্ন্টান চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সঠিকভাবে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এছাড়া ডেঙ্গু জ্বরে সচেতনতা বাড়ানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহবান জানান।


বিবার্তা/শরিফুল/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com