শিরোনাম
যশোরে চলতি সপ্তাহে ২০ ডেঙ্গু রোগী সনাক্ত
প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১৭:১১
যশোরে চলতি সপ্তাহে ২০ ডেঙ্গু রোগী সনাক্ত
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে বিভিন্ন হাসপাতালে গত তিনদিনে ৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চলতি সপ্তাহে ২০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।


যশোর জেনারেল হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


শনিবার যশোর জেনারেল হাসপাতালে সদর থানার নওয়াব আলী নামে এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আর বৃহস্পতিবার ও শুক্রবার ডেঙ্গু রোগী হিসেবে সনাক্ত হয়েছেন, মণিরামপুর উপজলোর দাবুখালী গ্রামের আকিকুর রহমানের স্ত্রী নাজমা বেগম (৩১), যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার আবুল কালাম আজাদের ছেলে সোহেল (২৫), রূপদিয়ার দেয়াপাড়ার মালেক মোল্যার ছেলে নওয়াব আলী (৪৫), যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার আজির আলীর ছেলে ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আলমগীর ফারুক (৪৫), পোস্ট অফিস পাড়ার বিশ্বজিতের ছেলে অভিজিত (২৫), বাঘারপাড়া উপজেলার খাজুরার মির্জাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে ইলিয়াস হোসেন (২৭) ও মণিরামপুর উপজেলার নইলে গ্রামের শাহিনুর রহমানের ছেলে আসিফ রায়হান (২৪)।


এর আগে যশোর জেনারেল হাসপাতালে আরো ১২ জন ডেঙ্গু রোগী সনাক্ত করেন চিকিৎসকরা। এর মধ্যে নড়াইল সদর উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসলাম খানের স্ত্রী রুকসানা পারভীন রানী (৫২) যশোর ইবনে সিনা হাসপাতালে গত ১৯ জুলাই শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


এদিকে খাজুরা এলাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত ইলিয়াস হোসেনকে বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।


যশোরের ডেপুটি সিভিল সার্জন হারুণ অর রশিদ জানান, যশোরে এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হিসেবে ২০ জনকে সনাক্ত করা হয়েছে। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগীদের পৃথকভাবে কেয়ার নেয়া হচ্ছে। আক্রান্তরা কোনো না কোনোভাবে ঢাকায় অবস্থান করেছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত মনে করে যশোরে গ্রামের বাড়িতে চলে এসে হাসপাতাল গুলোতে চিকিৎসা নিচ্ছেন।


বিবার্তা/তুহিন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com