শিরোনাম
তীব্র খরায় রোপা আমনের আবাদ হুমকির মুখে
প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ১২:০৮
তীব্র খরায় রোপা আমনের আবাদ হুমকির মুখে
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদায় তীব্র খরায় কৃষকদের রোপা আমনের আবাদ হুমকির মুখে পড়েছে।


জানা গেছে, আষাঢ় মাসের প্রথম দিকে সামান্য কিছু বৃষ্টি হলেও প্রায় এক মাসব্যাপী এ অঞ্চলে বৃষ্টি না হওয়ায় ভরা বর্ষা মৌসুমেও চলছে তীব্র খরা। বর্ষার শুরুতেই স্থানীয় কৃষকরা অপেক্ষাকৃত নিচু জমিতে চারা লাগানো শেষ করলেও উঁচু ও ভিটামাটি জমিতে ১০ শ্রাবণ থেকে চারা রোপা শুরু হয়।


তবে পর্যাপ্ত পানির অভাবে এবার রোপা আমনের চারা লাগাতে পারেননি উপজেলার অনেক কৃষক। একটানা খরার কারণে ইতোমধ্যে নিচু জমির পানি শুকিয়ে যাওয়ায় সেচ নিয়ে হুমকির মুখে পড়েছে আমনের আবাদ। অনেক মাঠের মাটি ফেটে চৌচির হয়েছে। অনেক মাঠে বীজতলাও শুকিয়ে গেছে। তবে কিছু কিছু জায়গায় সেচ দিয়ে বীজতলা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।


এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন কৃষক জানান, ভরা বর্ষায় এমন খরা ইতোপূর্বে দেখা যায়নি। চারা লাগাতে না পেরে এলাকার কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। বীজতলার চারা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং মাঠের পর মাঠ শুকিয়ে গেছে।


দামুড়হুদা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ছয় হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।অথচ ৮০ ভাগ জমিতে চারা লাগানোর কাজ এখনো সম্পন্ন করতে পারেননি কৃষকেরা।


মাঠ ঘুরে দেখা গেছে, প্রায় ৭০-৮০ শতাংশ জমি এখনো অনাবাদী রয়েছে।


বিবার্তা/সালেকিন/তাওহী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com