শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক উল্টে মা-ছেলে নিহত
প্রকাশ : ১৯ জুলাই ২০১৯, ১৫:৪৪
রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক উল্টে মা-ছেলে নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২-নং ক্যাম্পে ইটভর্তি ট্রাক উল্টে ঝুপড়িতে পড়ে রোহিঙ্গা মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুতুপালং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকের মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) এবং তার ২ বছরের শিশু সন্তান মো. কায়সার।


ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এনজিও ফোরামের ট্রাক উল্টে শুক্রবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো এক কিশোরীকে গুরুতর আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।


আটক ট্রাকচালক মো. রাশেল (৩১) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে।


কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, সড়কে কাজ করতে এনজিও ফোরাম ট্রাকভর্তি (চট্ট মেট্রো-১১-০৬৭২) ইট আনে। দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঝুপড়ির ওপরে উল্টে যায়। এ সময় ঝুপড়ির ভেতরে থাকা সাজেদা ও তার শিশু সন্তান কায়সার চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।


তিনি জানান, এ সময় গুরুতর আহত অবস্থায় আনোয়ারের মেয়ে রাজমনিকে (১৭) উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, পুলিশ জনতার সহযোগিতায় ট্রাকসহ চালককে আটক করেছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com