শিরোনাম
ঝিনাইদহ নীতিমালা বহির্ভূত ভর্তির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ১৩:৫৯
ঝিনাইদহ নীতিমালা বহির্ভূত ভর্তির প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ সরকারি উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীতে অর্থের বিনিময়ে নীতিমালা বহির্ভূত ভর্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন মহল ও শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মিজানুজ্জামানের শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।


মানববন্ধন কর্মসূচিতে অভিভাবকদের মধ্যে আনোয়ার হোসেন, বশির উদ্দিন, আসলাম হোসেন, কেসি কলেজের ছাত্র ইমরান হোসেন, আশরাফুল ইসলাম ও শাহিন রহমান বক্তব্য রাখেন।


অভিভাবকদের অভিযোগ সরকারের ভর্তি নীতিমালা উপেক্ষা করে ঝিনাইদহ সরকারী উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান ছাত্র প্রতি আড়াই লাখ টাকা করে নিয়ে শহরের ধর্নাঢ্য পরিবারের ছেলে মেয়েদের ভর্তি করেছে। এভাবে তিনি ২৮ জনকে বিভিন্ন শ্রেণীতে ভর্তি করেছেন যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষার খুলনা বিভাগীয় পরিচালক প্রফেসর ড. হারুন অর রশিদ সরজমিনে তদন্ত করে তৃতীয় শ্রেণীতে ৫ জনের অবৈধভাবে ভর্তির সত্যতা পেয়েছেন।


এ সময় অভিভাবকবৃন্দ প্রধান শিক্ষক মিজানুজ্জামানের অপসারণ ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।


বিবার্তা/কোরবান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com