শিরোনাম
তালায় আকস্মিক ঝড়ে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত
প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১৭:১৪
তালায় আকস্মিক ঝড়ে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তালায় আকস্মিক ঝড়ে মূহুর্তেই লণ্ডভণ্ড করে দিয়েছে শতাধিক বাড়িঘর। এতে অন্তত ডজন খানেক শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।


এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তালা ফাজিল ডিগ্রী মাদ্রাসা।


মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রথম থেকে ফাজিল শ্রেণী পর্যন্ত প্রায় সব শ্রেণীর শিক্ষার্থীদের বাইরে খোলা আকাশের নীচে আমতলায় ক্লাস করে। ভবন সংস্কারে জরুরী ভিত্তিতে পদক্ষেপ না নিলে সেখানকার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়বে বলে আশঙ্কা করেন সেখানকার শিক্ষক,শিক্ষার্থীসহ অভিভাবক-মহল।


মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল নূরুল্লা জানান, ১৯৭১ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা পরবর্তী সরকারের বার বার পট পরিবর্তন হলেও দৃশ্যত মাদ্রাসাটির উন্নয়নে কাজ করেনি কেউ। সারা দেশের ন্যায় তালার সামগ্রিক উন্নয়নের সোনালী সময়েও কার্যত উন্নয়ন বঞ্চিত থাকে মাদ্রাসাটি। তবে সেখানকার শিক্ষক ও পরিচালনা পরিষদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার মান অন্যান্যদের তুলনায় বরাবরই ঈর্ষীয়।


মাদ্রাসার উপাধ্যক্ষ এ.জেড.এম আবু বকর সিদ্দিক জানান, স্বাধীনতার বছরে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি জাতীয় ও স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও ভোট কেন্দ্র সংস্কার কোটাতেও রাখা হয়নি মাদ্রাসাটিকে।


মাদ্রাসার প্রভাষক সুলতান আহমেদ জানান, বরাবর উন্নয়ন বঞ্চিত থাকলেও সকলের প্রচেষ্টায় মাদ্রাসাটিতে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে বিদ্যাপীঠটি সাতক্ষীরার শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও মাদ্রাসার উন্নয়নে এখন পর্যন্ত কেউ দৃশ্যত কোন ভূমিকা রাখেনি।


ঠিক এমন পরিস্থিতিতে মাদ্রাসাটি ঝড়ের কবলে পরায় শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে মূলত নানা আশঙ্কা জেঁকে বসেছে সেখানকার শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকদের।


বিবার্তা/সেলিম/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com