শিরোনাম
সাভারে অপহরণের আটদিন পর শিশু উদ্ধার
প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ১৮:২৮
সাভারে অপহরণের আটদিন পর শিশু উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে অপহরণের ৮ দিন পর এক শিশুকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় শিশু পাচারকারী চক্রের এক নারীকে আটক করে পুলিশ।


বৃহস্পতিবার সকালে সাভারের হেমায়েতপুরের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।


অপহরণের শিকার শিশু তুহিন সাভারের হেমায়েতপুর এলাকার আর্জেনপাড়া এলাকার মো. রুবেলের ছেলে।


পুলিশ জানায়, গেলো ৩ জুলাই সাভারের হেমায়েতপুর আর্জেনপাড়া এলাকা থেকে ৫ বছর বয়সী শিশু তুহিনকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে শিশু পাচারকারী চক্রের নারী সদস্য মর্জিনা বেগম। পরে শিশুটির পরিবার তার সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় একটি জিডি করলে সাভার মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার অভিযানে নামে।


এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে হেমায়েতপুরের বাগানবাড়ি এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। আটক করা হয় শিশু পাচারকারী চক্রের অন্যতম নারী সদস্য মর্জিনা বেগমকে। মর্জিনা বেগম রংপুরের পীরগঞ্জ থানাধীন জামালপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, অপহৃত শিশু তুহিনকে উদ্ধার করে তার পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা করে অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com